বাংলাদেশ দলের সাবেক এক ব্যাটসম্যান একবার বলেছিলেন, টেলিভিশনে সরাসরি দেখানো খেলাগুলোতে নাকি তিনি চাপে পড়ে যান। সারা দুনিয়ার মানুষ টিভিতে তাঁর খেলা দেখছে, ব্যাটিং করতে গিয়ে এটা যখন মাথায় আসে, তখন তাঁর সব গুলিয়ে যায়। পা নড়ে না, ব্যাট চলে না।
শুনে থ হয়ে গিয়েও আধো আধো বচনে বলেছিলাম, ‘তাহলে তো তোমার আন্তর্জাতিক ক্রিকেটই খেলা ঠিক হচ্ছে না! কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সব ম্যাচ টিভিতে সরাসরি দেখায়।’
এখন দিন বদলেছে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, পৃথিবীর কোনাকাঞ্চিতে হওয়া ৫-১০ ওভারের খেলাও লাইভ হয়। সেসব ক্রিকেটে আবার ছেলে-বুড়ো সবাই খেলেন। সারা দুনিয়া দেখে। তাতে কেউ কোথাও চাপে পড়ে গিয়েছেন বলে শোনা যায়নি।