ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা ব্যবস্থা গ্রহণের কথা বললেও এর প্রকোপ কমছে না। এরই মধ্যে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ১৩৪-এ দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এমন অবস্থায় ‘ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার অ্যাপটি উন্মুক্ত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকা মেডিকেলে ‘ডেঙ্গু’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে ২০১৯ সালে এডিস মশা নিয়ন্ত্রণে এমন একটি অ্যাপ চালু করা হলেও তাতে সাড়া মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবে সাধারণ মানুষ। করোনার সময় করোনাডটবিডি ওয়েবসাইটের মাধ্যমে এমন সেবা দেওয়া হয়।