ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৯৪

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ২১:৪৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬০ জনে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮৭ জনে।


সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন বরিশাল বিভাগের বাসিন্দা ও অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।


আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার ২৭৯ জন ও ঢাকা দক্ষিণ সিটি এলাকার ১৪৮ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, বরিশাল বিভাগে ৯০ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us