পশ্চিম আফ্রিকায় সামরিক অভ্যুত্থান সফল হয় মূলত দুর্বল রাষ্ট্র ও দুর্বল নাগরিক সমাজের কারণে। গণতন্ত্র এমন একটি আদর্শ, যা অধিকাংশই প্রতিষ্ঠা করতে চায়, তবে এটিকে টিকিয়ে রাখার জন্য আফ্রিকায় রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামোর অভাব রয়েছে
আফ্রিকায় আরেকটি সফল সামরিক অভ্যুত্থান হয়েছে। এবার গ্যাবনে। এ দেশে এর আগে কখনো সামরিক অভ্যুত্থান ঘটেনি। দেশটি ৫৬ বছর ধরে একটি পারিবারিক রাজবংশের অধীনে রয়েছে। বুরকিনা ফাসো, গিনি, সুদান, মালি, জিম্বাবুয়ে ইত্যাদির পর নাইজার, এখন আবার গ্যাবনে সামরিক অভ্যুত্থান হয়েছে এবং এরপর আর কোনো দেশে যে অভ্যুত্থান ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই।