অতি সম্প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্রিকস চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আনুষ্ঠানিক আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন। এই সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তানজিনিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা সুল্লুহু, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো ন্যুসি ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. দিলমা ভানা রুসেফের সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রিকস প্লাস ডায়ালগ চলাকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী, রাশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেন। ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে ২৪ আগস্ট ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিকসের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস ডায়ালগ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪০ শতাংশ জনসংখ্যা ও বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী জোট ব্রিকসকে ‘বহুমুখী বিশ্বের বাতিঘর’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।