যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিরুদ্ধে আবারও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন মহলের দাবি, ব্রেক্সিট-উত্তর যুক্তরাজ্যের সঙ্গে ভারতের এক বাণিজ্য চুক্তির আলোচনা থেকে সুনাকের পরিবার আর্থিকভাবে লাভবান হতে পারে।
ভারতের বেঙ্গালুরুভিত্তিক তথ্যপ্রযুক্তি ও পরামর্শক কোম্পানি ইনফোসিসে ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির ৫০ কোটি পাউন্ডের শেয়ার আছে। এখন তা নিয়ে যুক্তরাজ্যের সরকারের উচ্চ মহলে ‘স্বচ্ছতা’জনিত প্রশ্ন উঠেছে।
হাউস অব কমনসের ব্যবসা ও বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান ও লেবার পার্টির পক্ষ থেকে ঋষি সুনাকের কাছে দাবি জানানো হয়েছে, তিনি যেন স্ত্রীর আর্থিক বিষয়ে আরও উন্মুক্ত হন। তাঁদের এসব দাবির মূল কারণ হলো, যুক্তরাজ্যের সঙ্গে ভারতের যে বাণিজ্য আলোচনা চলছে তাতে ইনফোসিস লাভবান হতে পারে। এ প্রসঙ্গে একজন শীর্ষ বিশেষজ্ঞ বলেন, ঋষি সুনাকের উচিত হবে, এই বাণিজ্য আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া।