রুনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয়শিল্পী। 'হালদা' সিনেমায় অভিনয় করে এই পুরস্কার পেয়েছেন তিনি। নতুন সিনেমার শুটিং করছেন মেঘনার একটি চরে।
নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, মডেলিং—৪ মাধ্যমেই জড়িত আছেন তিনি।
মঞ্চে শেষ অভিনয় করেছেন 'দেওয়ান গাজীর কিসসা'য়। সম্প্রতি রুনা খান কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
নতুন সিনেমা সম্পর্কে কিছু বলুন।
মাসুদ পথিক পরিচালিত 'বক-দ্য সোল অব ন্যাচার' সিনেমার শুটিং করছি মেঘনার একটি চরে। আমার চরিত্রের নাম সবিতা। সবিতার স্বামী একজন বক শিকারি।
এই সিনেমায় উঠে আসবে জীবনের গল্প, প্রকৃতির গল্প এবং নদী তীরের মানুষের গল্প।