নির্বাচনে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: আইজিপি

সমকাল প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ২০:২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে তা পালনের সক্ষমতা আমাদের রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’


রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইজিপি। এ সময় এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে, সে নীতিতে পুলিশ বাহিনী সব দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। দেশের যেখানেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানেই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us