বিএনপির আন্দোলনে জনসমাগম দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- বিএনপির আন্দোলনের নাকি বারোটা বেজেছে। আসলে আমাদের কর্মসূচিতে জনসমাগম দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আবোল-তাবোল বলছেন তারা। তাদের তো জনভিত্তি নেই। তাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এসব বলছেন। আমি বলব- ওবায়দুল কাদের সাহেব, এখনও সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেন। এই চাওয়া কোনো ষড়যন্ত্র নয়, এটা জনগণের দাবি।’
শনিবার দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক ও এ্যাব’র সাবেক সভাপতি আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান এবং প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।