বিরোধপূর্ণ সীমান্তে উত্তেজনা হ্রাসে একমত হয়েছে এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন।
ভারতের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
ওই কর্মকর্তা জানান, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের সম্মেলনের ফাঁকে গত বুধবার আলোচনায় বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই বৈঠকে দুই নেতা সীমান্ত উত্তেজনা হ্রাসের বিষয়ে ব্যবস্থা গ্রহণে একমত হন।
মোদীর অনুরোধে ওই বৈঠক হয় বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিন বছরের বেশি সময় ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এই দুই পরাশক্তি প্রতিবেশী দেশের মধ্যে হিমালয় অঞ্চলে প্রায় ৩,৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যে সীমান্তের বেশিরভাগ অংশ নির্ধারিত নয় এবং যেটি দ্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত।