প্রসেসর সরবরাহে ঘাটতি থাকলেও কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১০:৩২

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় প্রসেসর সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।


প্রসেসর


ইন্টেল: কোর আই ৯ ৩.৪০-৫.৫০ গিগাহার্টজ (গি. হা.) ১২ প্রজন্ম ৭৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (২.৬০-৪.৪০ গি. হা.) ১১ প্রজন্ম ১৪ হাজার ৮০০ টাকা এবং ১৮ হাজার টাকা, কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি. হা.) ১২ প্রজন্ম ১৩ হাজার ৩০০ টাকা।


এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫. ৭০ গি. হা.) ৬৯ হাজার ৮০০ টাকা, রাইজেন ৭ (৩.৪০-৪.৫০ গি. হা.) ৪১ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৪ হাজার ২০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us