বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সেপ্টেম্বরের শুরুতে চূড়ান্ত করতে চায় ইসি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১৫:২৭

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত করতে আরও কয়েক দফা বৈঠক করবে নির্বাচন কমিশন।


এরপর আগামী সেপ্টেম্বরের শুরুতে নীতিমালার খসড়া তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবানাথ।


বুধবার নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিবের সভাপতিত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন ইসি কর্মকর্তারা।


বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয় এই সভায়। এমন কয়েকটি সভার পর খসড়া কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত হবে।


বৈঠক শেষে অশোক দেবনাথ সাংবাদিকদের বলেন, “আমরা একদম প্রাথমিক একটা মিটিং করেছি। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, তথ্য মন্ত্রণালয় নিয়ে মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং লাগবে।”


বিদ্যমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে পর্যালোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী সপ্তাহে আবার বসা হবে। নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us