ভারতের মণিপুর রাজ্যের সমস্যার কথা এশিয়া ছাড়িয়ে ইউরোপ-আমেরিকা পর্যন্ত পৌঁছেছে। সেটা আর নিরীহ সমস্যা নেই। কিন্তু অনেকেই এটা দেখে আশ্চর্য হয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী মণিপুর সহিংসতার বিষয়ে মতামত দিতে কেন প্রায় ৮০ দিন সময় নিয়েছেন। এর উত্তর কিছুটা অনুমান করা যায়।
৫৪৩ আসনের ভারতীয় লোকসভায় মণিপুরের আসন মাত্র ২টি। উত্তর-পূর্ব রাজ্যগুলোর (সিকিমসহ ৮টি) সব মিলিয়ে লোকসভায় আসন মাত্র ২৫টি। অর্থাৎ লোকসভায় ৫ ভাগ শক্তিও তাদের নেই। অথচ এসব রাজ্যে কয়েক ডজন জাতিগোষ্ঠীর বাস। প্রশ্ন হলো, এত কম রাজনৈতিক শক্তি নিয়ে এসব জাতিগোষ্ঠী কীভাবে তাদের সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের বাধ্য করতে পারে?