মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক আবারও বদলে যাচ্ছে। এবার নিয়ে তাঁদের পোশাক তিনবার পরিবর্তন হবে। পোশাকের রং চূড়ান্ত করতে সোমবার (আজ) সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিভাগের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, বারবার পোশাক বদলানো একদিকে সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ভেঙে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, পোশাকের রং বদলের মতো অগুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে মূল কাজে গতি কমে যাচ্ছে।
তবে নতুন করে পোশাক বানানোর ক্ষেত্রে কত টাকা ব্যয় হবে, তা জানা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩ হাজার ৫৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এখন টার্কিশ ব্লু রঙের সেলুলার কাপড়ের বুকখোলা ফুল ও হাফ হাতা শার্ট, ডিপ নেভি ব্লু রঙের প্যান্ট এবং অধিদপ্তরের লোগোসংবলিত টুপি পরিধান করছেন। নারী কর্মকর্তা–কর্মচারীরা পরছেন টার্কিশ ব্লু রঙের বুশ শার্ট ও ডিপ নেভি ব্লু রঙের প্যান্ট।