সরকার টার্গেট করে তরুণদের গুমের চেষ্টা করেছে: রিজভী

সমকাল প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ২২:৩১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি এজেন্সিগুলো বেআইনি গুমের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং ভিন্নমত পোষণকারীদের গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই আবারও জোর করে তুলে নিয়ে যাওয়া বা তুলে নেওয়ার পর অস্বীকার করা এবং নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। সরকার টার্গেট করে বিরোধী রাজনৈতিক দলের তরুণ-যুবকদের গুমের চেষ্টায় মেতে উঠেছে।


শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, গুমের ধারাবাহিকতায় শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে রাজধানীর আজিমপুরে তার বাসা থেকে তুলে নেওয়া হয়। এ খবর শোনার পর সেখানে গেলে তার সহকর্মী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাবি এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us