প্লাটিলেট কেন কমে যায়

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১

ডেঙ্গুর মৌসুম এলেই প্লাটিলেটের কথা বেশি শোনা যায়। এই প্লাটিলেট কী এবং কেনই-বা কমে যায়? আমাদের শরীরে থাকা তিন ধরনের রক্তকণিকার একটি প্লাটিলেট বা অণুচক্রিকা। প্লাটিলেটের মূল কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। শরীরের কোথাও কেটে গেলে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেঙ্গু রোগে এই প্লাটিলেট কমে যায়। তবে শুধু ডেঙ্গু নয়, আরও কিছু রোগে বা কারণে প্লাটিলেট কমতে পারে।


প্লাটিলেট কমে যাওয়ার কারণ


আমাদের শরীরে প্লাটিলেটের একটি নির্দিষ্ট মাত্রা আছে, সাধারণত প্রতি মিলিলিটার রক্তে দেড় লাখ থেকে চার লাখ থাকে। স্বাভাবিক মাত্রা থেকে এটি নিচে নেমে গেলে বা কমে গেলে মেডিকেলের ভাষায় এটিকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া।


প্লাটিলেট কমে যাওয়ার প্রধান কারণ দুটি—


এক. প্লাটিলেট ধ্বংস হয়ে যাওয়া।


দুই. পর্যাপ্ত পরিমাণে তৈরি না হওয়া।


বিভিন্ন ভাইরাস সংক্রমণ, যেমন ডেঙ্গু, কোভিড-১৯, হেপাটাইটিস বি-র কারণে প্লাটিলেট কমে যেতে পারে। এ ছাড়া কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশনে অনেক সময় এ রকম হতে পারে।



  • কিছু ওষুধের প্রতিক্রিয়া এবং ক্যানসার-সম্পর্কিত চিকিৎসা কেমোথেরাপির পরও প্লাটিলেট কমে যায়।

  • রক্তের বিভিন্ন রোগ, যেমন লিউকেমিয়া নামক ব্লাড ক্যানসার বা অন্যান্য ব্লাড ক্যানসারে প্লাটিলেট কমে যেতে দেখা যায়। অস্থিমজ্জা-সম্পর্কিত বিভিন্ন রোগেও এ রকম হতে পারে।

  • অতিরিক্ত মদ্যপান ও লিভারজনিত সমস্যাও প্লাটিলেট কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ।

  • রোগ প্রতিরোধ-সম্পর্কিত কিছু রোগ, যেমন আইটিপিতে প্লাটিলেট ধ্বংস হয়ে যায়।

  • প্রেগনেন্সির কিছু জটিল সমস্যায়ও প্লাটিলেট কমে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চিকিৎসা নিতে এসে উল্টো ডেঙ্গু সংক্রমণের আতঙ্ক!

ঢাকা পোষ্ট | মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৩ দিন, ১১ ঘণ্টা আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us