বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড়ে প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারে আইফোনের নতুন স্যাটেলাইট মেসেজিং ফিচার।
সাম্প্রতিক অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আপডেটে ফিচারটি লাখ লাখ আইফোন ব্যবহারকারীর ডিভাইসে যুক্ত হয়েছে। হারিকেন হেলেনে আক্রান্ত অনেক আমেরিকান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ফিচারটি সঠিক সময়েই এসেছে।
“আইফোন ব্যবহারকারী হিসাবে এর চেয়ে বেশি কৃতজ্ঞ আগে কখনও হইনি। সেলুলার নেটওয়ার্ক পরিষেবার অভাবে নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল এলাকার প্রত্যেকে এই মুহূর্তে আইওএস ১৮-এর স্যাটেলাইট মেসেজিং ফিচারের মাধ্যমে মেসেজ আদান প্রদান করছে।” – সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন মার্কিন অঙ্গরাজ্যটির একজন ফটোগ্রাফার ম্যাট ভ্যান সোল। পোস্টটি অন্তত ৯০ লাখ ভিউ পেয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।