অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫২

অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে গত ২ অক্টোবর তার আগের ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ১৮৮ জনে। সোমবার তার আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৮০৮ জন। শুধু সেপ্টেম্বর মাসের ৩০ দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটিতে ২৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, খুলনা বিভাগে ৯১ জন রয়েছেন। এছাড়া, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us