তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত।
দিল্লিতে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে তোলে ২২১ রান। বাংলাদেশ সামান্য চ্যালেঞ্জ জানাতেও পারেনি। ২০ ওভার পুরো খেলে তাদের সংগ্রহ ১৩৫ রান।
প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৭ উইকেটে।
বাংলাদেশ বোলিংয়ের সূচনা করে মেহেদী হাসান মিরাজকে দিয়ে। তিন বাউন্ডারিতে প্রথম ওভার থেকে ভারত রান তোলে ১৫।
তবে শুরুতে উইকেট ছিল একটু মন্থর, বল থমকে আসে ব্যাটে। তাসকিন আহমেদের তেমন এক ডেলিভারিতেই আউট হন সাঞ্জু স্যামসন (৭ বলে ১০)। একটু পর মুস্তাফিজুর রহমানের কাটারে আউট হন সুরিয়াকুমার ইয়াদাভ (১০ বলে ৮)।