সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশনের টিকিট কাউন্টারের কিছু ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় যাত্রীরা শুয়ে, বসে বা হামাগুড়ি দিয়ে টিকিট নিচ্ছেন। এবার যাত্রীদের কথা চিন্তা করে পরিবর্তন করা হলো সেই টিকিট কাউন্টার।
রোববার বিকেলে স্টেশন মাস্টারের কক্ষের দুইটি দরজার মধ্যে একটি দরজা বন্ধ করে দাড়িয়ে টিকিট সংগ্রহ করার মতো পরিবেশ সৃষ্টি করে একটি টিকিট কাউন্টার চালু করেছে কর্তৃপক্ষ। যার ফলে যাত্রীদের কষ্ট করে টিকিট সংগ্রহ করতে হবে না।জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রচেষ্টায় বামনডাঙ্গা রেল স্টেশনের মোছাফিরখানাসহ প্লাটফরমটি আধুনিক মানের করে গড়ে তোলায় টিকিট কাউন্টারটি নিচে পড়ে যায়। সে কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের কষ্ট করে টিকিট সংগ্রহ করতে হয়।