বিদেশিদের কাছে মিথ্যাচার করে দেশকে খাটো করা সমীচীন নয়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১৬:৪৬

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয়  নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কাছে অনেকে আমাদের দেশকে খাটো করছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করবে— এটাই স্বাভাবিক। কিন্তু বিদেশিদের কাছে মিথ্যাচার করে নিজের দেশকে খাটো করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি। জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কমিশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে কারাগারে আটক রাখা হয়। যারা স্বার্থের বশবর্তী হয়ে কাজ করে উশৃংখল জীবনযাপন করে- তারা চরিত্র বদলায়। এরাই বারবার ঘুরেফিরে আসছে। তাদের ভেতর মানুষের জন্য ভালোবাসা নেই। আজকে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে আমরা দেখলাম, অনেকেই বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে লাইন না মেনে শৃঙ্খলা ভঙ্গ করে পুষ্পস্তবক অর্পণ করছে। এরাই বারবার নিজেদের চরিত্র বদলায়। দেশের কোনও খারাপ সময়ে এদের পাওয়া যাবে না। তিনি বলতেন, যেদিকে তাকাই সেদিকে দেখি ঘুষখোর, চাটার দল। তাই সর্বদা তিনি সরকারি কর্মচারীদের সততার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানাতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us