দেশে ডলারের তীব্র সংকট ও টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকি বেড়েছে। একদিকে ব্যাংকে ডলারের যোগান কম, অপরদিকে আমদানি ও বৈদেশিক ঋণ পরিশোধের বিপরীতে ব্যয় বেড়ে গেছে। ফলে বেড়েছে বিনিময় হারের ঝুঁকি।
আগে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় ডলারের প্রবাহ বেশি ছিল। ফলে ব্যাংকগুলোয় অতিরিক্ত তারল্যের প্রবাহ ছিল। মূলধন ঝুঁকিও কম ছিল। এসবের পাশাপাশি এখন বেড়েছে মূলধন ঝুঁকিও।
রোববার (১৩ আগস্ট) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ডলার সংকট ও ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের দিক থেকে শীর্ষ ৫ ব্যাংক ৪৩ দশমিক ৮১ শতাংশ ঝুঁকিতে আছে।
ফলে পুরো বাজারে ঝুঁকি রয়েছে ১২ দশমিক ৮৫ শতাংশ। শীর্ষ ১০ ব্যাংকের বিনিময় হারের ঝুঁকি ৬৮ শতাংশ। বাজারের ওপর ঝুঁকি রয়েছে ২০ শতাংশ। বাকি ব্যাংক শতভাগ ঝুঁকিতে রয়েছে। এ কারণে মার্কেটে ঝুঁকি রয়েছে সাড়ে ২৯ শতাংশ।
অর্থাৎ শুধু অস্বাভাবিক বিনিময় হারের কারণে ব্যাংকের ঝুঁকির মাত্রা বেড়েছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। সার্বিকভাবে ঝুঁকির মাত্রা বেড়েছে ১ দশমিক ০১ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের বিপরীতে ওই হারে ঝুঁকির সৃষ্টি হয়েছে।