সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ফিলিস্তিন

সমকাল প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৪:০১

ফিলিস্তিনের জন্য প্রথমবারের মতো একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। আর এরপরই ওই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অনাবাসিক এই রাষ্ট্রদূতকে ১২ আগস্ট জর্ডানে স্বাগত জানায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি।


শোনা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চিন্তাভাবনা করছে।


শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


ফিলিস্তিনে নিয়োগপ্রাপ্ত নায়েফ আল-সুদাইরি বর্তমানে জর্ডানে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখন থেকে তিনি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন।


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা আল-খালিদি বলেছেন, গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরালো করতে অবদান রাখবে যা দুই দেশ এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আবদ্ধ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us