উদ্বোধনে বাড়তি তাড়া

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ০৯:০৮

আগামী জাতীয় নির্বাচনের আগেই সড়ক ও রেলপথের আটটি বড় প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রেখেছে সরকার। কিন্তু এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি সব প্রকল্পের। নেই নিখুঁত প্রস্তুতি। রেলের প্রকল্পগুলোর কোনোটির সেতুর কাজ বাকি, কোনোটির স্টেশন প্রস্তুত হয়নি। সড়কপথের প্রকল্পগুলোরও একই অবস্থা। তারপরও ভোটের আগে তড়িঘড়ি করে এসব প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার।


বড় আট প্রকল্পের চারটিই রেলওয়ের। রেলের এই চার প্রকল্পের দুটি সেপ্টেম্বরে আর দুটি অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা।


উদ্বোধনের অপেক্ষায় থাকা মেগা প্রকল্পগুলোর মধ্যে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্প নিয়ে। প্রকল্পটির দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ৮৮ কিলোমিটার রেললাইন বসানো হয়ে গেছে। বাকি আছে ১২ কিলোমিটার। এই পথে ভারী ট্রেন চালানোর জন্য কর্ণফুলী নদীর ওপর একটি নতুন রেলসেতু নির্মাণের কথা থাকলেও অর্থায়ন, নকশা পরিবর্তনসহ নানা জটিলতায় তা এখনো শুরুই করা যায়নি। এই অবস্থায় প্রায় শতবর্ষী কালুরঘাট সেতু সংস্কার করে আগামী সেপ্টেম্বরে প্রকল্পটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। কিন্তু গত সপ্তাহে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে নতুন রেললাইনটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সেপ্টেম্বরের পরিবর্তে এটি অক্টোবরে চালুর কথা ভাবা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us