অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপে ২০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার ভোরে এই হামলাচেষ্টায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ড্রোন ধ্বংস করেছে।
৬টিকে বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।উপদ্বীপে হওয়া হামলার লক্ষ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।ক্রিমিয়ার রুশপন্থি গভর্নরের উপদেষ্টা সের্গেই ক্রুচকভ এর আগে বলেছিলেন, উপদ্বীপের বিভিন্ন অংশে বিমান হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল।ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, হামলা ঘিরে উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল ক্রাসনোদারের সঙ্গে সংযুক্তকারী ক্রিমিয়া সেতুতে যান চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।
ক্রিমিয়ায় হওয়া এই হামলাটি রাশিয়া এবং তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র ড্রোনের সর্বশেষ ব্যবহার। যদিও ইউক্রেন প্রকাশ্যে এ ধরনের হামলার দায় নেয় না।