ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি, ৬৫ শতাংশ বেসিক, ১০ শতাংশ ইনক্রিমেন্ট এবং ৫ গ্রেডে বেতনের দাবিতে সাভারের রানা প্লাজার সামনে বিক্ষোভ ও মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ‘বাজারে আগুন! পোশাকশ্রমিক না খেয়ে মরে, মজুরি বোর্ড কী করে?’ - প্রশ্ন তোলা হয়।
বিক্ষোভ শেষে একটি মিছিল সাভার রানা প্লাজা অঞ্চলে প্রদক্ষিণ করে।
রানা প্লাজার সংগঠক নিহত আঁখি মা নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, কেন্দ্রীয় সহসভাপতি অঞ্জন দাস, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, রানা প্লাজার সংগঠক রূপালী আক্তার, মো. খোরশেদ, কেন্দ্রীয় সদস্য শামীম আহমেদ ও প্রমুখ।