গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আলোচনা করতে প্রথমবার কোনও মার্কিন কর্মকর্তা দেশটিতে সফরে গেছেন। সামরিক কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা শেষে ভারপ্রাপ্ত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘জান্তার সঙ্গে অত্যন্ত খোলামেলা ও কঠিন আলোচনা ছিল।’
ওয়াশিংটন জানিয়েছে, অভ্যুত্থানটি শেষ করতে এখনও কটূনৈতিকভাবে আলোচনার পথ খোলা আছে।
পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ নিয়ে গঠিত সংস্থা ইকোনমিক কমিউনিটি অব ওয়াস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোয়াস)। সদ্য গঠিত সেনা শাসককে জানিয়েছিল, রবিবারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। কিন্তু তাতে কান দেয়নি জান্তা।