সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে মধ্য আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে গত ২৬ জুলাই রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় তারা। আর অভ্যুত্থানের পর দেশটির সাধারণ মানুষ ও সেনাদের মধ্যে ফ্রান্স বিরোধী কর্মকাণ্ড বৃদ্ধি পায়।
অভ্যুত্থান সমর্থনকারীরা ফরাসি দূতাবাসে হামলা চালায়। ফ্রান্স বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
আর সাধারণ মানুষের এসব ফরাসি বিরোধী কর্মকান্ডের মধ্যেই— ফ্রান্সের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে ক্ষমতা দখলকারী জান্তা। ১৯৭৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হওয়া অন্তত পাঁচটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে তারা।