তিস্তা থেকে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খননের খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গত মার্চে নয়াদিল্লিকে নোট ভারবাল পাঠায় ঢাকা।
এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরীন একথা জানান।এদিকে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে তিস্তার পানি বণ্টন ইস্যু দ্রুত সমাধানের জন্য ভারত সরকারের প্রতি সুপারিশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।