You have reached your daily news limit

Please log in to continue


অভিনয়শিল্পীদের নিয়ে বিশেষ আবৃত্তিসন্ধ্যা

বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘কল্পরূপ’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী এক আয়োজন করেছে সংগঠনটি। ‘কল্পরূপ আবৃত্তিসন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি করবেন বাংলাদেশের ১৮ জন প্রখ্যাত থিয়েটার অভিনেতা। আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে কবিতা আবৃত্তি করবেন নাট্যজন আতাউর রহমান, আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, শংকর সাঁওজাল, গোলাম সারোয়ার, আজাদ আবুল কালাম, অনন্ত হিরা, আফসানা মিমি, ত্রপা মজুমদার, নূনা আফরোজ, আহসান হাবিব নাসিম, নাজনীন হাসান চুমকি, সামিনা লুৎফা নিত্রা, সোনিয়া হাসান, মো. শাহাদাৎ হোসেন ও রওনক হাসান। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অনুষ্ঠান।

আয়োজনটি নিয়ে কল্পরূপের সাধারণ সম্পাদক নাজমুল আহসান তরুণ বলেন, ‘আবৃত্তিকারের আবৃত্তি তো আমরা সব সময়ই শুনি, অভিনেতার আবৃত্তি কিন্তু শোনা হয় না। অথচ, অভিনয়ের প্রয়োজনে একজন অভিনেতাকে নিয়মিত কবিতা পড়তে হয়, আবৃত্তি চর্চা করতে হয়। একজন অভিনয়শিল্পীর আবৃত্তি এবং আবৃত্তিশিল্পীর আবৃত্তির মধ্যে নিশ্চয়ই সূক্ষ্ম পার্থক্য রয়েছে গোটা পরিবেশনায় এবং নির্মাণে। একটি বাক্যের যথাযথ অর্থ এবং কবিতার চরিত্রগুলো অন্য মাত্রা পায় একজন অভিনেতার কণ্ঠে। ফলে কবিতাটি হয়ে ওঠে প্রাণবন্ত। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনেতাদের নিয়ে আমাদের ভিন্নধর্মী এই আয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন