ঝড়ের কবলে পরে ভোলার মেঘনা নদী ও গভীর সমুদ্রে ৯১ মাঝিমাল্লাসহ ৭ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখনও নিখোঁজ রয়েছে ২৩ জেলে।
মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঝরের কবলে পরে মনপুরা উপজেলার ৫ টি, চরফ্যাশন উপজেলার ১ টি ও ভোলা সদর উপজেলায় ১ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এ সময় ট্রলারে থাকা ৯১ জেলের মধ্যে ৬৮ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ২৩ জেলে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরা ৫টি ট্রলার ডুবে যায়। কিছু নিখোঁজ জেলে রয়েছে তাদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চলছে।