ঘন ঘন লোডশেডিং, খাদ্য ও নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি, এবং ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার হাজার হাজার মানুষ।
রোববার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসসহ অন্যান্য এলাকায় হয়েছে এই বিক্ষোভ মিছিল। মিছিল শেষে কয়েক জন হামাসের পতাকা পোড়ানোর উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু পুলিশি বাধার কারণে ভেস্তে যায় সেই কর্মসূচি।