শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেইজকে বিটকয়েন বাদে বাকি সকল ক্রিপ্টোমুদ্রায় লেনদেন বন্ধ করার ‘আহ্বান জানিয়েছে’ যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’। কোম্পানিটির বিরুদ্ধে এ নিয়ন্ত্রক সংস্থা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
এর জবাবে এই ট্রেডিং কোম্পানিটির সিইও ব্রায়ান আর্মস্ট্রং বলছেন, এটি “মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো শিল্পের সমাপ্তি বয়ে আনবে”।
“আমাদের কাছে এই মূহুর্তে কোনো বিকল্প নেই। বিটকয়েন বাদে অন্যান্য সম্পদ তালিকা থেকে ছেঁটে ফেলার বিষয়টি কোনো আইনে উল্লেখ নেই।” - সোমবার আর্মস্ট্রংয়ের এ উদ্ধৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘ফাইন্যান্সিয়াল টাইমস’।
“এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো শিল্পের সমাপ্তি বয়ে আনবে।”