ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশকনিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (৩১ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণাকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব বিষয় তুলে ধরেন।
২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসি ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫.৬৬ কোটি টাকা।
উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসির বাজেটের তথ্য অনুসারে, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮.৮৪ কোটি, সরবরাহ বাবদ ৬০.৬৯ কোটি, ভাড়া, রেটস্ ও কর খাতে ১১.২৫ কোটি, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩.৮৭ কোটি, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪.৬০ কোটি, ফিস উন্নত বাবদ ৯.৭৫ কোটি এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০.০২ কোটি টাকা ব্যয় করা হবে।