শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করলেন না পুতিন

বণিক বার্তা প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ০৯:৫৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবার শান্তি আলোচনার প্রস্তাব এলেও এক বছরের বেশি সময়েও কোনো অগ্রগতি হয়নি। তবে ‘শান্তি আলোচনার ধারণা’ প্রত্যাখ্যান করেন না বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


বিবিসি জানায়, সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এ বিষয়ে মন্তব্য করেন তিনি। সঙ্গে বলেন, আফ্রিকান শান্তি উদ্যোগের পাশাপাশি চীনা প্রস্তাবও এর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।


তবে পুতিন এও বলছেন, ইউক্রেনের সেনাবাহিনী যখন আক্রমণ চালাচ্ছে তখন যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।


এর আগে দুই দেশই জানিয়েছিল কিছু পূর্বশর্ত ছাড়া আলোচনার টেবিলে আসবে না তারা। ১৯৯১ সালের সীমানা পুনরায় প্রতিষ্ঠিত হলেই শান্তি আলোচনায় বসবে ইউক্রেন, কিন্তু ক্রেমলিন এর বিরোধী। তারা কিয়েভকে ‘নতুন আঞ্চলিক বাস্তবতা’ মেনে নেয়ার কথা বলেন।


গতকাল শনিবার (২৯ জুলাই) রাতে ভ্লাদিমির পুতিন সংবাদ সম্মেলনে বলেন, আপাতত ইউক্রেনের ময়দানে তৎপরতা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।


তিনি জানান, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ার একটি সেতুতে বিস্ফোরণের পরে কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল মস্কো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us