গেল ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর শুধু দেশেই নয়, কলকাতা, আমেরিকাতেও বেশ সাড়া ফেলে সিনেমাটি। কিন্তু দর্শকদের এমন উচ্ছ্বাসের মধ্যেই পাইরেসির শিকার হয় সিনেমাটি। এদিকে সিনেমার পাইরেসি বন্ধ করতে মাঠে নেমেছে ‘সুড়ঙ্গ’ টিম। ইতোমধ্যে সিনেমাটির পাইরেসিতে জড়িত দুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি পুলিশের কাছে আবেদনের পর এবার ডিজিটাল আইনে শনিবার (২৯ জুলাই) ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া এবং আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল বাদী হয়ে অভিযোগ করেন।