কর্মসূচির নামে বিএনপির লোকজন জ্বালাও পোড়াও করছিল। পুলিশের ওপর হামলা চালাচ্ছিল। তাই পুলিশকে সহযোগিতা করার জন্যই আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমেছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেখানে উপস্থিত এক সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, পুলিশ কমিশনারে পক্ষ থেকে আওয়ামী লীগ বিএনপির দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি তাহলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মাঠে অবস্থান করা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মী যারা ওসব জায়গায় ছিলেন তারা দেখছিলেন বিএনপির লোকজন ভাঙচুর করছে। আগুন জ্বলছিল, তখন আওয়ামী লীগের কর্মী আগুন নেভাতে ও আহত পুলিশকে সহযোগিতা করতে এসেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মনে হচ্ছে বিএনপি যেভাবে বিগত ২০১৪-১৫ সালে ঢাকাকে অবরুদ্ধ করে অগ্নি সন্ত্রাস করেছিল সেই জায়গায় ফিরে যাচ্ছে।