কোনো ব্যাংকে এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। তবে কে পদত্যাগ করবেন, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন পরিপালনের জন্য কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এই নির্দেশনা দিয়েছে।
পরিবারের সদস্য কারা, তা–ও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইনে। তবে দেশের খুব বেশি ব্যাংকে এক পরিবারের বেশি সদস্য নেই।