রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে, সড়কের বিপরীতে ও আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে।
কার্যালয়ের ভেতরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্য়্ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ রয়েছেন।
এছাড়া অন্য কোনো নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ও আশপাশে দেখা যায়নি। পুলিশ নেতাকর্মীদের কাউকেই কার্যালয়ের সামনে বা আশপাশে দাঁড়াতে দিচ্ছে না। কোন জটলা হলেই হুইসেল বাজিয়ে তাদের সরিয়ে দিচ্ছে।
কার্যালয়ের পাশে রাখা হয়েছে রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান।
পল্টন থানার এসআই টিটু সরকার বলেন, কাল বিএনপির সমাবেশ। আজ জটলা করতে নিষেধ করেছি।