ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম।
দুর্ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক। হাসপাতালের মর্গে রাখা নিহতদের মরদেহ দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১৭ জনের লাশ মর্গে রয়েছে। এর মধ্যে ১৫টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।’