রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশ।আজকের তারুণ্যের সমাবেশে বড় ধরণের শোডাউন করতে চায় দেশের প্রধান এই বিরোধীদলটি।
সরকারবিরোধী আন্দোলনে দিতে চায় নতুন বার্তা। পাশাপাশি তরুণদের জানাতে চায় আন্দোলননের নতুন রূপরেখা। সমাবেশে ব্যাপক উপস্থিতির চেষ্টা করছে দলটি।
শনিবার (২২ জুলাই) ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ মিলে এই সমাবেশ করবে বিএনপি। সমাবেশের জন্য মিলেছে পুলিশের অনুমতি। এরই মধ্যে সমাবেশে যোগ দিতে দু’একদিন আগেই বিভিন্ন জেলা থেকে ঢাকায় চলে এসেছেন বিএনপি কর্মীরা।
সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানা গেছে। দলের তারুণ্যনির্ভর এই তিন সংগঠনের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত হবেন।