পুলিশ ও আ.লীগের ওপর বিএনপির হামলা পরিকল্পিত: তথ্যমন্ত্রী

সমকাল প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৮:৩১

পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি পরিকল্পিতভাবে হামলা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, গতকাল (মঙ্গলবার) বিএনপি সারাদেশে বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। আমাদের দলের পক্ষ থেকেও শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে।


বিএনপির এই কর্মসূচিগুলোর মূল উদ্দেশ্য যে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা, সেটি গতকাল (মঙ্গলবার) আবার স্পষ্ট হয়েছে। তারা নয়টি জায়গায় পুলিশের সঙ্গে ও অনেক জায়গায় আমাদের দলীয় কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।এ সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ছবি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার ঢাকায় মিরপুরে বাঙলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি রুবেল হোসেনের বাইক জ্বালিয়ে দিয়েছে, একই সঙ্গে জাতীয় পতাকা পুড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: news@priyo.com

Follow us