চাকরির প্রথম পদায়নেই ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের সরকারি এক কর্মকর্তা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমার সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম পদায়ন পাওয়ার পর অফিসে যোগ দিয়েই বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি করে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ফাঁদে ধরা পড়েছেন তিনি।
সোমবার দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের হাজারীবাগের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) একটি দল ঘুষ গ্রহণের সময় সরকারি ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরে ফেলেছে। সরকারি এই কর্মকর্তার নাম মিতালি শর্মা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমায় সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এটি ছিল তার প্রথম পোস্টিং।