ডার্ক ওয়েবে ‘চ্যাটজিপিটির কপি’, বালাই নেই নৈতিকতার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৮:২৭

চ্যাটজিপিটি’র মতো এমন এক এআই টুলের কেনাবেচা ডার্ক ওয়েবে শনাক্ত করা গেছে যেটি কোনোরকম নৈতিকতার ধার ধারে না। গবেষকরা সতর্ক করেছেন, এর মাধ্যমে হ্যাকাররা এমন বিস্তৃত পরিসরে সাইবার আক্রমণ চালাতে পারে, যা আগে কখনও দেখা যায়নি।


‘ওয়ার্মজিপিটি’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা চিহ্নিত করেছে সাইবার নিরাপত্তা কোম্পানি ‘স্ল্যাশনেক্সট’। আর ডার্ক ওয়েবের বিভিন্ন সাইবার অপরাধ সংশ্লিষ্ট ফোরামে একে এমন ‘অত্যাধুনিক এআই মডেল’ হিসেবে বর্ণনা করা হয়েছে যা হ্যাকিংয়ের জন্য ‘চ্যাটজিপিটির মতোই’ টেক্সটভিত্তিক জবাব তৈরি করতে পারে।


“এই টুল নিজেকে তুলে ধরছে বিভিন্ন জিপিটি মডেলের বিকল্প হিসেবে। আর বিশেষভাবে ক্ষতিকারক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নকশা হয়েছে এটি।” --ব্লগ পোস্টে ব্যাখ্যা করেছে স্ল্যাশনেক্সট।


“ওয়ার্মজিপিটি’ বিভিন্ন ধরনের ডেটা উৎসের ভিত্তিতে প্রশিক্ষিত। আর এর বিশেষ মনোযোগ মনযোগ ম্যালওয়্যার সংশ্লিষ্ট ডেটায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us