অসম্পূর্ণ পাইপলাইন, দাশেরকান্দি পয়ঃশোধনাগারের সুফল নিয়ে সংশয়

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৩:৪৬

ঢাকার আফতাবনগরের কাছে দাশেরকান্দিতে ৩ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগারের কার্যক্রম শুরু হয়েছে ৩ দিন আগে।


ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলছেন, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ঢাকা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, দিন বদল করবে।


তবে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অনেকের ভাষ্য, নির্ধারিত এলাকা থেকে পয়ঃবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন এখনো (নেটওয়ার্ক) তৈরি হয়নি। ফলে এত টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের সুফল শিগগির সংশ্লিষ্ট নগরবাসী পাবে না।


বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নগরায়ণ ও সুশাসন-সংক্রান্ত উপকমিটির যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব; বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি আকতার মাহমুদ; ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান, নগর-গবেষক অধ্যাপক নজরুল ইসলাম; ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক'র সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us