জীববিজ্ঞান লইয়া বিশ্বের বৃহত্তম মেধা-প্রতিযোগিতা আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) বাংলাদেশ দলের তিনটি ব্রোঞ্জপদক অর্জনের খবর নিঃসন্দেহে আনন্দ ও গৌরবের। আমাদের বাড়তি শ্লাঘার কারণ, সমকাল ইহার অন্যতম দেশীয় আয়োজক হিসাবে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) সহিত যৌথভাবে অলিম্পিয়াড দল বাছাই করিয়া আসিতেছে। প্রতি বৎসর আয়োজিত আঞ্চলিক ও জাতীয় জীববিজ্ঞান উৎসবে পরীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী চার সদস্যের জাতীয় দল গঠিত হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিয়া সংযুক্ত আরব আমিরাতে ৩৪তম আইবিও আসরে বিশ্বের ৮০টি দেশের সহিত প্রতিযোগিতার মাধ্যমে ব্রোঞ্জপদক অর্জনকারীদের আমরা অভিনন্দন জানাই। এই আয়োজনে বিডিবিও-সমকালের পাশে থাকিবার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক, এসিআই মোটরস, পাঞ্জেরী পাবলিকেশনস, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, ল্যাববাংলার প্রতিও আমাদের আন্তরিক শুভেচ্ছা।