দুটি জনসভা এবং পদাতিক কয়েকটি লোক

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০১:৩১

ঘড়ির কাঁটায় বেলা ২টা। রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়। মগবাজার থেকে মহাখালী অভিমুখী রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও মহাখালী থেকে পল্টনমুখী রাস্তায় গাড়ি সামনে এগোচ্ছে ধীরে। সাতরাস্তা মোড়ের ভূমি অফিসের সামনের ফুটপাতে দেখা গেল বেশ কিছু প্ল্যাকার্ড। মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি নেতা মো. মহিউদ্দিনের মুক্তির দাবিসংবলিত প্ল্যাকার্ডগুলোতে কাদামাটি লেগে আছে। একটু আগের বৃষ্টি ও পথচারীদের পায়ের ছাপ দেখা গেল। ভূমি অফিসের সামনে অপেক্ষমাণ ভাড়ায় চালিত এক মোটরবাইক চালকের কাছে জানতে চাইলাম, পল্টন যাবেন কিনা? উত্তর এলো, ‘ভাড়াটা বাড়ায়া দিয়েন।’ কথা না বাড়িয়ে তাঁর পেছনে বসে পড়লাম। একটু এগোতেই উড়াল সড়কে ওঠার মুখে পুলিশের ব্যারিকেড। অগত্যা সব গাড়ি উড়াল সড়কের নিচ দিয়ে মগবাজারের দিকে ছুটল।


এরই মাঝে বৃষ্টির কয়েক ফোঁটা এসে পড়ল। আকাশের দিকে মাথা উঁচু করতে গিয়ে সামনের খোলা ট্রাকে চোখ পড়ল। ট্রাকের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ব্যানার টানানো। খোলা ট্রাকে জনা ত্রিশেক লোক। কয়েকজনের মাথায় ক্যাপ ও ব্যাজ লাগানো। সেখানে দেখা গেল গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ছবি। এখান থেকে মিনিট পাঁচেক পরে সামনে চলার মতো সুযোগ তৈরি হলো। সার্কিট হাউস পার হওয়ার পর আর এগোনোর উপায় রইল না। মোটরবাইক চালককে ভাড়া মিটিয়ে কাকরাইল অভিমুখে হাঁটা শুরু করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us