পোষা প্রাণীর যত্ন

সমকাল প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১০:০১

বর্ষায় পোষা প্রাণীর নানা ধরনের রোগবালাই লেগে থাকে। এ সময় এদের প্রয়োজন হয় বাড়তি যত্নের। বৃষ্টির দিনে পোষ্যের যত্ন নিয়ে লিখেছেন কে এন দেয়া


সকাল থেকেই আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। ল্যাপটপে কাজ করতে করতে আনমনে চায়ের পেয়ালাটা হাতে নিয়েছিলেন টুম্পা, অমনি বিছানার নিচে থেকে হাঁচির শব্দ। একবার নয়, একনাগাড়ে তিন-চারবার। এর পর তাঁর আদরের বিড়ালছানাটি বের হয়ে এলো সেখান থেকে, এসেই সোজা টুম্পার কোলে। ছানাটির গায়ে হাত দিতেই টুম্পা বুঝলেন হালকা জ্বরের আভাস দেখা দিচ্ছে। এখন উপায় একটিই, পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া।


শুধু টুম্পা নন, বৃষ্টির দিনে পোষা প্রাণী নিয়ে এ ধরনের সমস্যায় পড়ছেন অনেক প্রাণীপ্রেমী। অনেকেই জানান, বর্ষাকালে বিড়ালের ঠান্ডা লেগে যায় সহজেই। জ্বর, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া– এমন কিছু উপসর্গ দেখা দেয়। উপায় না পেয়ে তারা ছোটেন পশু চিকিৎসকের কাছে।


রাজধানীর মোহাম্মদপুরের বেসরকারি পশু ক্লিনিক ‘মি. ভেট’-এর প্রধান চিকিৎসক মো. রবিউল হাসান জানান, বর্ষাকালে স্বাভাবিকভাবেই পরিবেশ স্যাঁতসেঁতে ও ঠান্ডা থাকে। এজন্য বিড়াল পালনের ক্ষেত্রে শুকনো ও একটু গরম পরিবেশ তৈরি করে দেওয়া খুব জরুরি।


ডা. মো. রবিউল হাসান জানান, শুধু ঠান্ডা লাগা নয়, বর্ষাকালে বিড়ালের ত্বকের সমস্যা, বুকের ভেতর ঘড়ঘড় আওয়াজ হওয়া, পেটের পীড়াসহ কৃমিজনিত সমস্যাও বেশি দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us