নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির বিপর্যয়ে অভিযুক্তদের বিচার শুরু হতে যাচ্ছে। ২০১৯ সালে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় ২২ জন নিহত হয়। কর্মক্ষেত্রের নিয়ন্ত্রকরা জানিয়েছেন, আগ্নেয়গিরিটি কয়েক সপ্তাহ ধরেই স্বাভাবিক অবস্থানে ছিল না। এমন অবস্থায় বিস্ফোরণ হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে ট্যুর অপারেটররা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।
মঙ্গলবার (১১ জুলাই) এই অভিযোগের শুনানি শুরু হবে যা আগামী চার মাস চলবে বলে আশা করা যাচ্ছে। আইনি বিচারে দোষী প্রমাণিত হলে, দোষী পক্ষকে ৯ লাখ ২৮ হাজার ডলার জরিমানা দিতে হবে।