চীনের অ্যান্ট গ্রুপকে ‘প্রায়শ্চিত্তের সুযোগ’ শতকোটি ডলারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৭:৩৩

এক বছর পর চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যান্ট গ্রুপের খোলনলচে পাল্টে ফেলার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে চীন সরকার। আর সেইসঙ্গে চীনা এই প্রযুক্তি সাম্রাজ্যের কাছ থেকে প্রায় শতকোটি জরিমানা আদায় করেছে। 


অ্যান্ট গ্রুপ ও এর সবগুলো কোম্পানি মিলে ৯৮ কোটি ৪০ লাখ ডলার জারিমানা দিতে হবে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে চালু করা ‘শিয়াংহোবাও’ স্বাস্থ্যবীমার সকল কার্যক্রম বন্ধ করে ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।


অর্থের আকারে এটি চীনে কোনো ইন্টারনেটভিত্তিক কোম্পানিকে করা সর্ব্বোচ্চ জরিমানা বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


কর্পোরেট ব্যবস্থাপনা, গ্রাহকের আর্থিক সুরক্ষা, লেনদেন ও ব্যবসায়িক মীমাংসা, সেইসঙ্গে অর্থপাচারের মতো ক্ষেত্রে আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে কোম্পানিটি –এক বিবৃতিতে বলেছে পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)।


‘সংশোধনে’র সব কার্যক্রম সম্পন্ন করার কথা বলে অ্যান্ট জানিয়েছে তারা “যথাযথ নিষ্ঠা এবং সর্বাত্মক চেষ্টার সঙ্গে” আরোপিত সব আদেশ মেনে চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us